ইসলাম ধর্ম (২য় খন্ড)


হজরত আবুবকর (রাঃ) বলেনঃ যখন রাছুলুল্লাহ্ (ছঃ) এই সংবাদ পাইলেন যে, পারস্যবাসীরা (পরলোকগত) কিসরার কন্যাকে তাহাদের শাসক (সম্রাজ্ঞী) নিরবাচিত করিয়াছে, তখন তিনি বলিলেনঃ সেই জাতি কখনই সফলতা অর্জন করিতে পারে না যাহারা দেশ (রাষ্ট্র) পরিচালনার দায়িত্ব কোন মহিলার হাতে সোপর্দ করে (৪৩৭৯) |
হজরত আনাছ (রাঃ) হতে বর্ণিত আছে রাছুলুল্লাহ্ (ছঃ) বলিয়াছেনঃ আমার পর এমন কতিপয় ইমাম ও বাদশার আবির্ভাব ঘটবে, যারা আমার নির্দেশিত পথেচলবে না এবং আমার সুন্নত ও তরীকানুযায়ী আমল করবে না, আবার তাদের মধ্যেও এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা গায়ে গঠনে এবং চেহারা-অবয়বে মানুষই হবে, কিন্তু তাদের অন্তরসমূহ হবে শয়তানের ন্যায় ।(মেশকাত) হজরত আবদুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস(রাঃ) হতে বর্ণিত, একদা নবী মোহাম্মদ (সাঃ)তাঁকে লক্ষ্য করে বললেন, “হে আবদুল্লাহ্! তখন তোমার কি অবস্থা হবে? যখন তুমি নিকৃষ্ট ও ইতর লোকদের মধ্যে থেকে যাবে তাঁদের অঙ্গীকার ও আমানতের মধ্যে ভেজাল এসে যাবে এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়ে পড়বে ।তাদের অবস্থা হবে এরূপ,(এ কথা বলে) তিনি উভয় হাতের আঙ্গুলীসমূহকে পরষ্পরের মধ্যে ঢুকালেন” আবদুল্লাহ্ বললেন, “তখন আমার করণীয় কাজ কি হবে, আপনিই আমাকে নির্দেশ করুন” । তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই কাজটি তুমি কোরআন ও হাদীছের আলোকে সত্য ও ভাল বলে জান, কেবলমাত্র তাই করবে এবং যা অসত্য ও মন্দ বলে জান তা বর্জন করবে, আর শুধু নিজের আত্মরক্ষার চেষ্টা করবে এবং সাধারণ মানুষ হতে নিজেকে দূরে রাখবে” ।(তিরমিযী, মেশকাত)



http://www.hobbiesams89.blogspot.com

http://samples98.wordpress.com/

No comments:

Post a Comment